দীর্ঘ দিন আয়রনযুক্ত টিউবয়েলের পানি পান করলে কী ক্ষতি হতে পারে? পানি ফুটিয়ে ছেঁকে নিলে কি আয়রন দূর হয়?
আয়রনযুক্ত পানি ফুটালে বা ফুটিয়ে ছেঁকে নিলে দূর হয়না। কাম্য মাত্রায় আয়রন ক্ষতিকর নয়। কিন্ত নিয়মিত আয়রনযুক্ত পানি গ্রহন করলে তা স্বাস্থের জন্য ও ব্যবহৃত জিনিসপত্রের জন্য ক্ষতিকর হতে পারে। আয়রনযুক্ত পানি ব্যবহারের ফলে যে সকল সমস্যা হতে পারে: ত্বকে কালো দাগ হওয়া চুলকানি সৃষ্টি দাঁত হলুদ বা লালচে হওয়া চুল পড়ে যাওয়া এছাড়া, বেসিন ও পানির পাত্রে লালচে দাগ সৃষ্টি হতে পারে আয়রনযুক্ত পানি দিয়ে কাপড় ধোয়া হলে কাপড়েও লাল দাগ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এর মান অনুযায়ী পানির মধ্যে আয়রণের Highest Desirable পরিমান হল 0.1 mg/l ও Maximum Permissible পরিমান হল 1.0 mg/l এর বেশি পরিমাণ আয়রণ গ্রহণ করলে তা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকারক হতে পারে। আপনি যদি আয়রণ মুক্ত পানি পেতে চান তাহলে ভালো মানের রিভার্স অসমোসিস পদ্ধতির পানির ফিল্টার ব্যবহার করতে পারে। ফলে আপনি আয়রণ মুক্ত সম্পুর্ণ নিরাপদ পানি পাবেন। মাটির কতটা গভীরে গেলে আয়রন পারমিসিবল লিমিটের মধ্যে থাকবে তা কতকগুলি বিষয়ের উপর নির্ভর করে ৷ এলুভিয়াল সয়েলের অঞ্চলগুলিতে মোটামুটি ৮০ থেকে ১২৫ ফুট গভীরতায় যে পানি পাওয়া তাতে আয়রণ না থাকার সম্ভ...