দীর্ঘ দিন আয়রনযুক্ত টিউবয়েলের পানি পান করলে কী ক্ষতি হতে পারে? পানি ফুটিয়ে ছেঁকে নিলে কি আয়রন দূর হয়?

 
আয়রনযুক্ত পানি ফুটালে বা ফুটিয়ে ছেঁকে নিলে দূর হয়না। কাম্য মাত্রায় আয়রন ক্ষতিকর নয়। কিন্ত নিয়মিত আয়রনযুক্ত পানি গ্রহন করলে তা স্বাস্থের জন্য ও ব্যবহৃত জিনিসপত্রের জন্য ক্ষতিকর হতে পারে। 

আয়রনযুক্ত পানি ব্যবহারের ফলে যে সকল সমস্যা হতে পারে:

  • ত্বকে কালো দাগ হওয়া
  • চুলকানি সৃষ্টি
  • দাঁত হলুদ বা লালচে হওয়া
  • চুল পড়ে যাওয়া
  • এছাড়া, বেসিন ও পানির পাত্রে লালচে দাগ সৃষ্টি হতে পারে
  • আয়রনযুক্ত পানি দিয়ে কাপড় ধোয়া হলে কাপড়েও লাল দাগ হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এর মান অনুযায়ী পানির মধ্যে আয়রণের Highest Desirable পরিমান হল 0.1 mg/l ও Maximum Permissible পরিমান হল 1.0 mg/l

এর বেশি পরিমাণ আয়রণ গ্রহণ করলে তা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকারক হতে পারে। আপনি যদি আয়রণ মুক্ত পানি পেতে চান তাহলে ভালো মানের রিভার্স অসমোসিস পদ্ধতির পানির ফিল্টার ব্যবহার করতে পারে। ফলে আপনি আয়রণ মুক্ত সম্পুর্ণ নিরাপদ পানি পাবেন।

মাটির কতটা গভীরে গেলে আয়রন পারমিসিবল লিমিটের মধ্যে থাকবে তা কতকগুলি বিষয়ের উপর নির্ভর করে ৷

এলুভিয়াল সয়েলের অঞ্চলগুলিতে মোটামুটি ৮০ থেকে ১২৫ ফুট গভীরতায় যে পানি পাওয়া তাতে আয়রণ না থাকার সম্ভাবনাই বেশী ৷ কিন্তু তাতে অন্তত দুটি বিপদ আছে ৷ প্রথমত তা যদি সমুদ্র তীরবর্তী অঞ্চল হয় তাহলে পানিতে নোনা ভাব থাকতে পারে ৷ দ্বিতীয়ত যেহেতু এই গভীরতায় সাব্ সয়েল ওয়াটার থাকে তাই তাতে জীবানু , অন্যান্য মনুষ্য ব্যবহৃৃত ক্ষতিকারক পদার্থ ও কীটনাসক এর উপস্থিতি থাকতে পারে ৷ ভাগ্য খারাপ থাকলে কোনো জায়গায় আয়রণ ও থাকতে পারে ৷ যদি আয়রণ নাও থাকে তবুও এই পানি পানের অযোগ্য ৷ 

তাই কোনোভাবে সাবসয়েল এর পানি পান করা যাবেনা ৷ তবে অন্যকাজে ব্যবহার করা যেতে পারে পরীক্ষা করার পর ৷ যেমন সেচ ইত্যাদি ৷   

আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে আপনার কত পানি প্রতি ঘন্টায় ভুস্তর থেকে তোলা প্রয়োজন ৷ যদি আপনার ভুস্তর থেকে আপনার বাড়ীর টিউবওয়েল থেকে মোটরের সাহায্যে জল তোলা হয় , আর তার পরিমান যদি ২৫০০ লিটারের বেশি হয় সেক্ষেত্রে এই সাব সয়েল ওয়াটার আপনার টিউব ওয়েলে সেই পরিমান পানির যোগান দিতে পারবে না ৷ ফলে মোটর চালু করার সঙ্গে সঙ্গে টিউবওয়েলের সঙ্গে লাগানো মোটরের নীচে জলস্তর নেমে যাবে ৷ যাকে ড্র ডাউন বলে ৷ ফলত আপনার মোটরে হাওয়া ঢুকে গিয়ে বিপত্তি ঘটাবে ৷ মোটর বন্ধ করলে আবার জলস্তর স্বাভাবিক জায়গায় চলে আসবে ৷ এক্ষেত্রে আপনাকে এমন জলস্তর বাছাই করতে হবে যাতে আপনার চাহিদা অনুযায়ী আপনার টিউবওয়েলে ভুস্তর থেকে পানির যোগান আসে ৷ অর্থাৎ আরও তলায় যেতে হবে ৷ কতটা তলায় যেতে হবে তার জন্য কয়েকটি পরীক্ষা আছে ৷ যা টিউবওয়েল খনন করার সময়ই করতে হবে ৷   



Comments

Popular posts from this blog

ফিটকিরি দিয়ে বিশুদ্ধ করা পানি কি জীবাণুমুক্ত? এটি কীভাবে কাজ করে এবং কী অনুপাতে মেশাতে হয়?

ব্লিচিং পাউডার দিয়ে পানি পরিশোধণ করা হলে কী সেই পানি স্বাস্থ্যের কোন রূপ ক্ষতি করবে ?