ব্লিচিং পাউডার দিয়ে পানি পরিশোধণ করা হলে কী সেই পানি স্বাস্থ্যের কোন রূপ ক্ষতি করবে ?
পানযোগ্য পানিতে কখনোই ব্লিচিং পাউডার ব্যবহার করা উচিত নয়। কারণ ব্লিচিং পাউডার আমাদের পাকস্থলীর কোষগুলোকে মেরে ফেলতে পারে। তবে পানিতে ব্লিচিং পাউডার মিশিয়ে পানি বিশুদ্ধ করা যায়, যা শুধুমাত্র ধোয়া, পরিস্কার না অন্যান্য ব্যবহার্য কাজের জন্য। এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কি ধরনের দূষিত পানিকে বিশুদ্ধ করতে চাচ্ছেন কিংবা বিশুদ্ধ করা পানি কে আপনি কি কাজে ব্যবহার করতে চাচ্ছেন তার উপরে ভিত্তি করে ব্লিচিং পাউডার পরিমাণ মতো মিশাতে হবে। তবে
আপনি যদি কোন নোংরা পানিতে যেমন: ড্রেনের পানি কিংবা ডোবার জমা পচা পানি পরিশোধিত করতে চান তবে ব্লিচিং পাউডারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে এতে করে বদ্ধ জলাশয় জন্মানো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং বিভিন্ন পোকা-মাকড়ের শুটকির জন্মানো পানি বিশুদ্ধ করতে পারেন।
যদি আপনি করোণা সংক্রমণর ব্যবস্থা পদ্ধতি হিসেবে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ব্যবহার করতে চান তবে খুবই মৃদু পরিমাণে ব্লিচি়ং পাউডার এবং পানির অনুপাত তৈরি করতে হবে। অর্থাৎ 10 লিটার পানিতে 2 চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে। তারপর সেই পানিতে স্প্রে মুখ ওয়ালা বোতলের মধ্যে সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। যেহেতু ব্লিচিং পাউডার অতিমাত্রায় ক্ষার তাই এটি প্রোটিনযুক্ত ভাইরাসকে খুব দ্রুত প্রতিরোধ করতে পারে।
গোসলের পানিতে ব্লিচিং পাউডার ব্যবহার করা যাবে তবে ব্যবহার না করাই উওম। এই পানি নিরাপদ তবে ব্লিচ ও পানির দ্রবণ ব্যবহার EPA দ্বারা অনুমোদিত নয় এবং ব্যবহার করা উচিতও নয়।
ব্লিচিং পাউডার এর সংকেত হলো Ca(ClO)2।একে ক্যালসিয়াম হাইপোক্লোরেট বলা হয়।
এখানে ক্লোরিন বিদ্যমান থাকে যা পানিতে উপস্থিত জীবাণু, ব্যাক্টেরিয়াকে মেরে ফেল।
মেকানিজম :
Ca(ClO)2 + 2H2O → Ca(OH)2 + 2HOCl
HOCl →HCl + [O]
Germs + [O] →Dead germs (germs are oxidise)
[O] বলতে বুঝায় Nascent oxygen
Comments
Post a Comment